জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না -স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না  -স্বাস্থ্য উপদেষ্টা

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতার অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধের মতো এ অভ্যুত্থানও আমাদের ইতিহাসের গর্ব।

 

রাজধানীর শাহবাগে আজ শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শুরুতেই জুলাই গণ-অভ্যূত্থানে স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

 

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতদের আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলেছেন। আর কোনো বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।

 

অনুষ্ঠানে প্রদর্শিত বিশেষ ভিডিওবার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসকরা দিনরাত ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনও ভুলবে না।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

 

 

সূত্রঃ পিআইডি